ঢাকাSaturday , 15 October 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধ এক বারই হয়েছে, আর কেউ সুযোগ পাবে না: ডা. মুরাদ হাসান

Link Copied!

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা.মুরাদ হাসান এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধ,মুক্তি সংগ্রাম একবারই হয়েছে, এ দেশ ও জাতিকে স্বাধীন করার সুযোগ আর কেউ পাবে না। আপনারাই এ দেশের সেই সাহসী ভাগ্যবান বীর সন্তান যারা পাক হানাদার বাহিনী ও দালালদের পরাজিত করে আমাদের স্বাধীনতার লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। আপনারাই জাতিয় বীর। জাতির শ্রেষ্ঠ সন্তান।

শনিবার(১৫অক্টোবর)দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

এতে সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এম পি উপজেলার ৩৫৫ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বি এল এম এফ কমান্ডার এম এ লতীফ,বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।