ময়মনসিংহে বস্তাবন্দি এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বস্তায় থাকা নারীর বস্ত্রহীন লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন।
জানা যায়, শুক্রবার (১৪ অক্টোবর) সকালে নগরীর বাদেকল্পার রহমতপুর থেকে ঢাকা বাইপাস সড়কের পাশে ঝোপের ভিতর একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ বস্তার ভেতর থেকে নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফারুক হোসেন আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে গেছে অপরাধীরা। তবে লাশ ও অপরাধী শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।