এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের নারীদের। মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখনো টসই অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট কাটবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। যদি কোনোক্রমে ম্যাচটি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে কোয়ালিফাই করবে থাইল্যান্ডের মেয়েরা।
অথচ এশিয়া কাপে টানা দুই ম্যাচ হেরে আসর শুরু করেছিল থাইল্যান্ড। কিন্তু পরের তিন ম্যাচে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে সেমিতে খেলার রাস্তা তৈরি করে রাখে তারা।
আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ হারলেও ভারতের কাছে থাইল্যান্ডের হারে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের সেমিফাইনালের আশা। তাই নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালে উঠে যাবে বাংলার বাঘিনীরা।
একই কারণে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটিও নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ নেমে এসেছিল ৭ ওভারে। কিন্তু ৪১ রানের টার্গেট খেলতে নেমে হার দেখতে হয়েছে জ্যোতি-জাহানারা-সালমাদের।
৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন পাঁচ নম্বরে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাইল্যান্ড। ইতোমধ্যে পাকিস্তান, ভারত ও শ্রীলংকা সেমিফাইনাল নিশ্চিত করেছে।