ময়মনসিংহের মুক্তাগাছার গোপাল পালের মন্ডায় মজেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিসেস আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে।
ফেসবুকে ঢাকার সুইডেন দূতাবাসের পেজ থেকে শুক্রবার একটি ছবি পোস্ট করা হয়। সেখানে সুইডেনের রাষ্ট্রদূতকে মুক্তাগাছার গোপাল পালের মন্ডার দোকানের সামনে মিষ্টির প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
পোস্টের ক্যাপশনে লেখা ছিল- ‘ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা ! না থেমে উপায় আছে❔’।
পোস্টে ইংরেজিতে লেখা ছিল- ‘ময়মনসিংহে গেলে মুক্তাগাছার সুস্বাদু মণ্ডার জন্য আপনাকে থামতে হবে। এটি একটা ক্ল্যাসিক খাবার ????।’
‘রাষ্ট্রদূত অ্যালেক্স তার ময়মনসিংহ সফরে জনপ্রিয় বাংলা খাবার এবং স্বাদ অন্বেষণ অব্যাহত রেখেছেন।’