নেত্রকোনার ১০টি উপজেলার মাঝে ৯টি উপজেলাতেই ভূমি বিভাগের সহকারী কমিশনার (এসিল্যান্ড) পদ শুন্য রয়েছে। ফলে সংশ্লিষ্ট উপজেলাসমূহের ভূমি সংক্রান্ত কাজ ব্যাহত হচ্ছে।
নেত্রকোনা জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার কলমাকান্দা ছাড়া সদর উপজেলাসহ বারহাট্টা, মদন, কেন্দুয়া, পূর্বধলা, মোহনগঞ্জ, দুর্গাপুর, আটপাড়া ও খালিয়াজুরী উপজেলায় এসিল্যান্ডের পদ শুন্য রয়েছে বেশ কিছু দিন ধরে। এসব পদে অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারগণ। নির্বাহী অফিসাররা তাদের নির্বাহী কার্যালয়ের দায়িত্ব পালন শেষে বেশির ভাগই বিকেল কিংবা সন্ধার পর ভূমি অফিসে বসেন। কোন কোন দিন ব্যাস্ততার কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করা হয়ে ওঠে না তাদের। ফলে ওই ৯ উপজেলার ভূমি সংক্রান্ত কাজ ব্যাহত হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় ভূমি সেবা প্রত্যাশি জনসাধারণ।
এসিল্যান্ডের পদ শুন্য থাকা ৯টি উপজেলাতেই ভূমি সংক্রান্ত কাজ বিঘ্নিত হচ্ছে এমনটি স্বীকার করে নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এসব পদসমূহ পূরণের জন্য ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে।