সিঙ্গাপুরকে ২-১ গোলে জিতে গেল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাইপর্বের খেলায় সিঙ্গাপুরকে ২-১ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশ দল। বুধবার সন্ধ্যা ৭টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশের তরুণরা। নির্ধারিত সময়ের খেলা শেষে বাংলাদেশ ২-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

গ্রুপ ‘ই’-তে বাংলাদেশের সঙ্গে আছে ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। শুক্রবার একই ভেন্যুতে একই সময়ে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

৯ অক্টোবর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন। ভেন্যু এবং সময় সেই আগের মতোই থাকবে।

Share this post

scroll to top