নির্বাচন কমিশনে (ইসি) বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ বাড়লেও তারা নির্বাচনে হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আর কত আসনে ইভিএমে ভোট হবে, তা এ প্রকল্পে সরকারের বরাদ্দের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠক শেষে সিইসি এসব কথা বলেন।
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সদ্য নিবন্ধন পাওয়া ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে ইভিএম ব্যবহারের ইতিবাচক দিক তুলে ধরতে কাজ করতে চান তারা। এ ছাড়াও কথা হয়েছে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত প্রসঙ্গেও।
পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু দেশের কূটনীতিকদের নির্বাচন কমিশনে আসার বিষয়ে জানতে চেয়েছে সংস্থাটি।
তবে কমিশনকে প্রভাবিত করার মতো কোনো মতামত বা পরামর্শ বিদেশিদের কাছ থেকে আসেনি বলে সাফ জানান সিইসি।
তিনি আরও বলেন, সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএমে ভোট করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সরকারের অর্থ বরাদ্দের ওপর নির্ভর করছে।
ইভিএমের ইতিবাচক দিক প্রচার করতে ইলেকশন মনিটরিং ফোরাম আগ্রহী থাকলেও তাদের সেই পরিকল্পনায় কমিশন সম্পৃক্ত হবে না বলেও জানান সিইসি।