আসন্ন শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাকে শেরপুর জেলা আওয়ামী লীগসহ দলের সব পদ থেকে সর্বসম্মতিক্রমে অব্যাহতি দেওয়া হয়েছে। শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলা জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও উপদপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর রুমানকে বহিষ্কার করা হয়।