দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি দলই নিজেদের প্রস্তুতি জোরদারে ব্যস্ত।
টি-টোয়েন্টিকে বলা হয়ে থাকে ব্যাটসম্যানের খেলা। যে কারণে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রতিটি দলই নিজেদের ব্যাটিংকে তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছে।
অথচ হতাশ করছে বাংলাদেশ দলের ব্যাটিং। সংযুক্ত আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল দলের ‘ভাড়াটিয়া’ ক্রিকেটারদের সঙ্গেই লেজে গোবরে অবস্থা টাইগারদের।
দুই ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৭.১ ওভার তথা ৪৩ বলে মাত্র ৪৭ রান করতেই বাংলাদেশ হারায় প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট। আমিরাতের মতো দলের সঙ্গে প্রথম ৬০ বলে বাংলাদেশ স্কোর বোর্ডে তুলে মাত্র ৬৭/৪ রান। টাইগাদের এমন ব্যাটিং দেখে ক্রিকেট বোদ্ধাদের অনেকেই শঙ্কিত বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে।
প্রথম ম্যাচের মতো মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও একই হাল বাংলাদেশ দলের। সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লিটন-সাব্বির-মোসাদ্দেকরা পারেনি চ্যালেঞ্জিং স্কোর গড়তে।
ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে ওপেনিংয়ে খেলা মেহেদি হাসান মিরাজের ৩৭ বলের গড়া ৪৬ রানে ভর করে শেষ পর্যন্ত ১৬৯ রানে ইনিংস থামায় বাংলাদেশ। এছাড়া ১০ বলে ১৯ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৩ বলে ২১ রান করেন ইয়াসির আলী। ২২ বলে ২৭ ও আর ২০ বলে ২৫ রান করেন মোসাদ্দেক ও লিটন দাস।