ঢাকাTuesday , 27 September 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ লাখ টাকা

Link Copied!

বিপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ড্রাফট থেকে দল পাওয়া দেশীয় ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ লাখ, সর্বনিম্ন ৫ লাখ টাকা করে। বিদেশীদের ক্ষেত্রেও প্রায় সমমূল্য; তারা সর্বোচ্চ পাবেন ৮০ হাজার ডলার।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আজ সংবাদমাধ্যমদের এই তথ্য জানান। তার দেয়া তথ্যমতে এবারের বিপিএলে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজন করে দেশীয় ক্রিকেটার অন্তর্ভুক্ত করা যাবে বলে জানান তিনি।

সাতটি ক্যাটাগরিতে বিভক্ত করে মূল্য নির্ধারণ করা হবে ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৮০ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরির প্রত্যেক ক্রিকেটার পাবেন ৫০ লাখ টাকা। ৩০ লাখ টাকা করে পাবেন ‘সি’ ক্যাটাগরির প্রত্যেকে। ‘ডি’ ক্যাটাগরির পরিমাণ ২০ লাখ টাকা। ‘ই’ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ১৫ ও ১০ লাখ টাকা করে। সর্বশেষ ৫ লাখ টাকা পাবেন ‘জি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।