জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ময়মনসিংহ মহানগর শাখার উপদেষ্টা পরিষদ সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে উপদেষ্টা পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মোতালেবের সভাপতিত্বে ফুলকুঁড়ি আসরের ৪ যুগপূর্তি উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগরীর সকল শিশু কিশোরদের মেধা ও মনন বিকাশে বিভিন্ন কর্মসূচি বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে, পথ শিশুদের মাঝে খাবার বিতরন, শর্টফিল্ম প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, দেওয়ালিকা উৎসব, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, সেরা বাগান তৈরি প্রতিযোগিতা, ডিবেট পার্লামেন্ট, আন্তঃআসর ফুটবল টুর্নামেন্ট, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সাইকেল র্যালি৷
ফুলকুঁড়ি আসর ময়মনসিংহ মহানগর শাখার পরিচালক আকরামুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের সমাজ সেবা সম্পাদক মু’তাসিম বিল্লাহ মাসুম৷