ঢাকাSunday , 17 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রাণ গোপালের কলাম : প্রতিবাদে চান্দিনায় আ’লীগের সংবাদ সম্মেলন

Link Copied!

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের এক কলামের প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। আজ রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।

তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ৪নং পৃষ্ঠার খোলা কলামে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ‘১১৪ বছর পর গণতন্ত্র’ শীর্ষক কলামে তিনি বেশ কয়েক স্থানে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো: আলী আশরাফকে নিয়ে আপত্তিকর ও মিথ্যা তথ্য দিয়েছেন, যা উপজেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে।

তপন বক্সী বলেন, ‘ওই সব মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তিনি (প্রাণ গোপাল দত্ত) শান্ত চান্দিনাকে অশান্ত করার অপচেষ্টা করছেন। আমরা উপজেলা আওয়ামী লীগ ওই সব মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক উপাধ্যক্ষ নির্মল দাস, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ, উপজেলা আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক কাজী জাফর উল্লাহ আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ মহিউদ্দিন, উপজেলা তাঁতিলীগ সদস্য সচিব মোজাম্মেল হক, স্থানীয় ঘোষিত উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজী ইয়াছিন অভি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।