লক্ষীপুর পৌরসভার দক্ষিণ তেমুহনী এলাকায় জামায়াত নেতা আবদুর রহমানের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় আবদুর রহমান ও তার ভাই মো: সুমন কে আটক করে।
স্থানীয়রা জানান আইনশৃঙ্খলা বাহিনীর তাদের আটকের পর বাড়িটি ঘিরে রেখে তল্লাসী চালাচ্ছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ এই অভিযান চালায়।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক সাংবাদিকদের জানান, দুই ব্যক্তিকে থানায় পাঠানো হয়েছে। জামায়াতে ওই অফিসে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বই রয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসার কথা রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত অভিযান চলছে।