ঢাকাThursday , 22 September 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবিতে পশুপালন অনুষদীয় আন্তঃলেভেল ফুটবল টুর্নামেন্ট শুরু

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি ) পশুপালন অনুষদীয় আন্তঃলেভেল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) বিকেলে সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে `অধ্যাপক ড. আজহারুল হক তপু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২২’ উদ্বোধনী কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

পশুপালন অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে তিনদিন ব্যাপী টুর্নামেন্টে পশুপালন অনুষদের মোট ৬ টি দল অংশগ্রহন করছে। বৃহস্পতিবার মোট ৪ টি দলের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় পশুপালন অনুষদের প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে এবং অপর খেলাটি দ্বিতীয় বর্ষ এবং এম এস -২ শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচটি ড্র হয় ও পরবর্তী ম্যাচে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ২-১ গোলে জয় লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, পশুপুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহির উদ্দিন।

উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টটি বাকৃবির পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভগের অধ্যাপক ড. আজহারুল হক তপুর স্মরণে আয়োজন করা হয়েছে। তিনি গত বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়াও মৃত্যুর পুর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ও শহীদ জামাল হোসেন হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।