ঢাকাSunday , 18 September 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীপুরে অস্ত্র-গুলি বিক্রি কোর সময় যুবক আটক

Link Copied!

লক্ষীপুরে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ ওসমান গণি পিয়াস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ বলেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে জেলা শহরের মেঘনা রোড থেকে তাকে আটক করা হয়। আটক পিয়াস সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন নবীনগর গ্রামের নুর নবীর ছেলে।

পুলিশ জানায়, পিয়াস অস্ত্রটি লক্ষীপুর পৌরসভা এলাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযানে চালায়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে পিয়াস পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

লক্ষীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, আটককৃত পিয়াস লক্ষীপুর পৌর শহরে অস্ত্রটি বিক্রি করতে এনেছিল। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।