দমন, নীপিড়ন, হামলা, মামলা ও নির্যাতন চালিয়ে বিএনপির গণমুখী আন্দোলন সরকার বন্ধ করতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের অমানুষিক নির্যাতনের প্রতিবাদে রোববার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, যুগ্ন-আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ন-আহবায়ক আবু ওয়াহাব আকন্দসহ অন্যান্য নেতাকর্মীরা।