উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর নবগঠিত ৩০টি ওয়ার্ড কমিটির সকল সদস্যগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর পদ্মা কনভেনশন সেন্টারে উলামা কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, উলামা কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠাপোষক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে আমরা সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করি। বাংলাদেশে তো বটেই, পৃথিবীর মধ্যে অন্যতম শান্তির শহর হিসেবে রাজশাহীকে আমরা পরিচিত করতে পেরেছি। এ কারণে রাজশাহীর সুখ্যাতি ধীরে ধীরে বাড়ছে।
রাসিক মেয়র আরো বলে, রাজশাহীতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ ব্যাপারে তাদের সাথে আমার কথা হয়েছে। এটি রাজশাহীর জন্য হবে বিশাল পাওয়া। এছাড়া রাজশাহীতে কেন্দ্রীয় মসজিদ নির্মাণের বিষয়ে আমার কাছে প্রস্তাব এসেছে। আমার পরিকল্পনাতেও সেটি আছে। আপনারা দোয়া করবেন, আমরা রাজশাহীতে বিশ^মানের কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করতে চাই।
উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা মোঃ আব্দুল গণির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর ফারুক। সভায় শেষে দোয়া ও মোনাজাত করেন পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদাত আলী। সভায় বক্তব্য দেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জামাল উদ্দীন মাহমুদ সন্দীপী, উপদেষ্টা ড. মাওলানা বারকুল্লাহ বিন দুররুল হুদা, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, উপদেষ্টা মাওলানা মোকাদ্দাসুল আল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা গোলাম নুহ, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের, মুফতি আব্দুস সবুর সিরাজী, উপদেষ্টা মুফতি শাহদাত আলী, সহ-সভাপতি মুফতি ইয়াকুব আলী, আইন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আকবর হজ¦ কাফেলার সত্ত্বাধিকারী আলহাজ¦ আকবর আলী, উপদেষ্টা মুফতি মাইনুল ইসলাম, ড. মাও: কাউসার হুসাইন। কুরআন তেলাওয়াত করেন শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি আব্দুস সবুর সিরাজী ও ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে উলামা কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ ও নবগঠিত ৩০টি ওয়ার্ড কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।#