বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে।
‘ঐকতান’ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহে অবস্থিত ‘লার্স’ এর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবার উদ্দেশ্যে ময়মনসিংহ শহরে প্রতিষ্ঠিত হয় লার্স। ওই লার্সের বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জন শিশুর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। তাদের চাহিদা অনুসারেই বিভিন্ন ধরনের উপকরণ (মেকাপ বক্স, খেলনা সামগ্রী এবং ড্রইং সামগ্রী) দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ওইসব শিশুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এবং হাসিমুখের সদস্যদের জন্য নিজেদের তৈরি উপহার সামগ্রী (লার্স মোমবাতি, ড্রইং কার্ড, ব্রুসার, বুকমার্ক) প্রদান করে।
গত ১৭ জুন বাকৃবির কৃষি অনুষদ করিডোরে প্রায় ১৮ ধরণের ফলের সমাহার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ ফল উৎসবের আয়োজন করে। হাসিমুখের ফল উৎসব থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাসিমুখের সভাপতি অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারির সভাপতিত্বে এবং মো. সামী-উস-সাদাত সিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, জার্মপ্লাজম সেন্টরের অফিসার ইনচার্জ অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, অধ্যাপক ড. পারভেজ আনোয়ার এবং অধ্যাপক ড. আফরিনা মুস্তারি। এছাড়া হাসিমুখের প্রায় অর্ধশতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন।