ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অংশগ্রহণ করতে যাচ্ছে এক লাখ ১২ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী। তবে এবার এই শিক্ষাবোর্ডের মধ্যে ময়মনসিংহ জেলায় ছাত্রের সংখ্যার চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রী অংশ নিচ্ছে। ময়মনসিংহ জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ছাত্রের সংখ্যা ২৪ হাজার ৬৪৬জন , অপরদিকে ছাত্রীর সংখ্যা২৫ হাজার ৬৫জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর ময়মনসিংহে মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে এক লাখ ১২ হাজার ৯৪৮ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৮ হাজার ৯৫৯ জন, মানবিক বিভাগ থেকে ৬৫ হাজার ৫৬৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৮ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এ বছর ময়মনসিংহে ৫৯ কেন্দ্রে ৫৬৬ প্রতিষ্ঠানের ৪৯ হাজার ৭১১, জামালপুরে ৫২ কেন্দ্রে ৩১৪ প্রতিষ্ঠানের ২৭ হাজার ১১৭, নেত্রকোনায় ২৫ কেন্দ্রে ২৪৭ প্রতিষ্ঠানের ২১ হাজার ৫৯০ এবং শেরপুরে ১২ কেন্দ্রে ১৬৪ প্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষ হবে ১ অক্টোবর। বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট উপজেলা ও জেলা প্রশাসনের পাশাপাশি ভিজিল্যান্স টিম গঠন করেছে।