ঢাবি কেন্দ্রের ২জনকে বাকৃবিতে পরীক্ষা দিতে সহযোগীতা করলো ছাত্রলীগ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দু’জন পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। শনিবার ময়মনসিংহের শেরপুর জেলার নকলা উপজেলার মিথিলা এবং সেবিকা নামের দুইজন পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু তারা ভুল করে বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্যে চলে আসে। তখন বিষয়টি জানতে পেরে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বাকৃবিতেই সেই দুইজন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেন।

জানা যায়, ভুলক্রমে চলে আসা দু’জন মেয়ে ছাত্রলীগ নেতাকর্মীর সাথে যোগাযোগ করে। পরে সেই সময় তাদের দুইজন ছাত্রলীগ কর্মীসহ বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রক ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. এরশাদুল হকের কাছে পাঠানো হয়। পরে একটি লিখিত আবেদনের মাধ্যমে মেয়েটি পরীক্ষা দিতে পারে।

এছাড়া কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগত পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করতে দেখা যায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। ভর্তি পরীক্ষার আগের দিন থেকে পরীক্ষা পরবর্তী সময় পর্যন্ত ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

দূর থেকে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা, পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট, ক্যাম্পাসের বিভিন্ন স্পটে হেল্প ডেক্স, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখা, অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, পরীক্ষার্থীদের জন্য খাবার পানির ব্যবস্থা, বাইক সার্ভিসের মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দেওয়া সহ পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার কাজে নিয়োজিত দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।

শাখা ছাত্রলীগের পাশাপাশি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনকেও পাশে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা সমিতি, রোভার স্কাউট, রোটারেক্ট ক্লাব, বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরীক্ষার্থীদের সহযোগিতামূলক কাজে অংশ নেয়।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ বলেন, ভুল করে বাকৃবি কেন্দ্রে আসা দু’জন পরীক্ষার্থী যেন পরীক্ষা দিতে পারে সেজন্যে দায়িত্বরত শিক্ষকদের সাথে যোগাযোগ করি । তারা জানান যে ভুল করে অন্য কেন্দ্রে আসলে পরীক্ষা দিতে পারবে। পরে ওই দুই পরীক্ষার্থীর লিখিত লআবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষা কমিটি পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করে। এছাড়া দূর থেকে আগত পরীক্ষার্থীরা ক্যাম্পাসে এসে যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে, তার সর্বাত্মক চেষ্টা করেছি আমরা।

Share this post

scroll to top