পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে।
এ ঘটনায় ধর্ষিতা স্কুল ছাত্রী নিজেই বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত বেল্লাল সরদারের (২২) বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মাহেন্দ্র চালক বেল্লাল সরদার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামের বজলু সরদারের ছেলে এবং ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ওই স্কুলছাত্রীকে গুরুত্বর আহতাবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুল ছাত্রী চলমান এসএসসি পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করছেন। গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরেই লেখাপড়া করছিল ওই ছাত্রী। এ সময় তার মা পাশের বাড়িতে গেলে মাহেন্দ্র চালক বেল্লাল সরদার পানি খাওয়ার ছলে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। তখন মেয়েটির চিৎকারে তার মা ঘরে চলে আসলে বেল্লাল দ্রুত পালিয়ে যায়।
উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেই সাথে অভিযুক্ত বেল্লালকে গ্রেফতারের চেষ্টা চলছে।