স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কপি রাইট আইনে ১২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন এক চিত্রশিল্পী।
বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন উপলক্ষে মুদ্রিত স্যুভেনিতে আঁকা চিত্রশিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক এর ‘কবি নজরুল’ শিল্পকর্ম অনুমতি না নিয়ে বহির্ভূতভাবে মুদ্রণ করায় এ মামলাটি দায়ের করেন।
চিত্রশিল্পী হোসাইন মোহাম্মদ ফারুকের দায়ের করা মামলায় ময়মনসিংহ ২য় জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারী শুনানীর দিন ধার্য করেন।
এদিকে রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চিত্রশিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে মুদ্রিত স্যুভেনির প্রথম পৃষ্ঠাসহ রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সংস্কৃতি মন্ত্রীসহ প্রতিটি পৃষ্ঠায় মুদ্রিত তাঁর আঁকা ‘কবি নজরুল’ এর শিল্পকর্মটি উল্টো করে মুদ্রণ করা হয়েছে। এ কারনে শিল্পীর নামটিও উল্টো হয়ে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, প্রকাশনাটির কোথাও কৃতজ্ঞতাও স্বীকার করে নাই কর্তৃপক্ষ যা একজন শিল্পীর জন্য মানহানিকর ও লজ্জাজনক। আদালতের সুবিচারে ক্ষতিপূরণ পেলে ওই অর্থ চারুকলা শিক্ষায় ব্যয় করা হবে বলেও জানান তিনি।