সবার কাছেই কাঙ্খিত ফাল্গুনের বারি ধারা। রাজধানীতে কাঙ্খিত বারি ধারাই আজ পাওয়া গেল। ভোর থেকেই থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকালে আলো ফোটার পর আকাশ পরিস্কার থাকার কথা থাকলেও ঢাকা পরে আঁধারে। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি। সেই সাথে শিলাবৃষ্টি।
ফাল্গুনের সপ্তাহ পেরুতে না পেরুতেই সকালের আকস্মিক বৃষ্টি কিছুটা বিড়ম্বনার সৃষ্টি করলেও শীতের রুক্ষতা আর পরিবেশের ধুলাবালি ধুয়ে মুছে নিয়ে গেছে সজল বৃষ্টির বারি ধারা।
আবহাওয়া অফিসের বরাতে জানা যায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ৬টা থেকেই আকাশ ভারী মেঘে ঢেকে যায়। এরপর সাড়ে ৭টার দিকে বৃষ্টি শুরু হয়। প্রথম দফায় প্রায় ১৫-২০ মিনিটের মতো মুষলধারে বৃষ্টি হয়। থেমে থেমে আবারও বৃষ্টি পড়তে থাকে। বিরতি দিয়ে সকাল ৮টার পর আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়।
এদিকে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে জীবিকার তাগিদে বের হওয়া চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবীরা। বিপাকে পড়ে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরাও। বৃষ্টির কারণে যানবাহন কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারেননি। অনেককে আবার কাকভেজাও হতে হয়েছে ফাল্গুনের প্রথম বৃষ্টিতে।