ঢাকাSaturday , 3 September 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের কৃতি সন্তান আবুল মনসুর আহমদের জন্মদিন আজ

Link Copied!

সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও সাহিত্যিক আবুল মনসুর আহমদের জন্মদিন আজ। ১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা দিবস পদক ও নাসিরউদ্দীন স্বর্ণপদকে ভূষিত হন।

তার বাবার নাম আবদুর রহিম ফরায়জী ও মা মীর জাহান বেগম। তিনি ১৯১৭ সালে নাসিরাবাদ মৃত্যুঞ্জয় বিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯১৯ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে আইএ এবং ১৯২১ সালে ঢাকা কলেজ থেকে বিএ পাস করেন। ১৯২৬ থেকে ১৯২৯ সাল পর্যন্ত তিনি কলকাতা রিপন ল কলেজে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং বিএল পাস করেন। এ বছরই তিনি ময়মনসিংহে আইন ব্যবসা শুরু করেন।

পেশাদার সাংবাদিক হিসেবে তিনি সোলতান, মোহাম্মদী, দ্য মুসলমান, কৃষক, নবযুগ, ইত্তেহাদ ইত্যাদি পত্রিকায় নানা পদে কাজ করেছেন। ১৯৩৮ সালের ডিসেম্বরে তিনি দৈনিক কৃষক পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তার রাজনৈতিক জীবন খিলাফত ও অসহযোগ আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে শুরু হলেও তিনি এ আন্দোলনের বাস্তবতা সম্পর্কে বেশ সন্দিহান ছিলেন। কংগ্রেস দলের সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তিনি ছিলেন কেন্দ্রীয় কংগ্রেসনীতির বিরুদ্ধে।

১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ দল প্রতিষ্ঠায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালে ফজলুল হক মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন। ১৯৫৬-৫৭ সালে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হলে তিনি কারারুদ্ধ হন এবং ১৯৬২ সালে মুক্তি পান।

বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেও তিনি পরিচিত। তার উল্লেখযোগ্য রচনা : আয়না, ফুড কনফারেন্স এবং স্মৃতিকথা : আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর।

১৯৭৯ সালের ১৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।