জামালপুরের সরিষাবাড়ীতে মাদকসেবীর আঘাতে রিফাত হোসেন (১৫) নামে এক ৮ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সরিষাবাড়ি থেকে প্রতিনিধি সাইদ মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী পৌর এলাকার বলারদিয়ার মধ্যে পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রিফাত হোসেন সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচচ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। সে উপজেলার পৌর এলাকার বলারদিয়ার গ্রামের আশরাফ আলী’র ছেলে। খুনের ঘটনার সাথে জড়িত সুলতান মিয়ার ছেলে রাহাত হাসান পলাতক রয়েছে।
মাদকসেবী রাহাত হাসান ও শিক্ষার্থী রিফাত হোসেন একই গ্রামের একই বাড়ীর বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য রাহাত হাসান এর মা আফরোজা বেগম কে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌর এলাকার বলারদিয়ার গ্রামের আশরাফ আলী’র ছেলে রিফাত হোসেন ও তার দুই বন্ধু মিলে একই গ্রামে অবস্থিত উত্তর বলারদিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (৩১ আগস্ট) বিকেল ৪ টার দিকে লুড়– খেলছিল। এমন সময় সুলতান মিয়ার ছেলে রাহাত হাসান লুড়– খেলারতদের পাশে বসে পড়ে। পরে রিফাত হোসেন ও তার দুই বন্ধু লুড়– খেলা বাদ দিয়ে তাদের বাড়ীতে চলে যায়।এ ঘটনায় বিকেল সাড়ে ৫ টার দিকে মাদকসেবী রাহাত তার পকেট থেকে রিফাত হোসেন গাজা’র পুরিয়া নিয়েছে এমন অভিযোগ এনে রিফাতকে বে-ধড়ক মারপিট করে। এ বিষয়টি রিফাত তার দাদা রসুল মিয়া কে জানালে রাহাতের মা-বাবা কে অবগত করে। অবগতের জের ধরে বুধবার রাত ১০ টার দিকে রিফাতের ঘরে ডুকে দাদা রসুলের সামনে রিফাতকে মারধর শুরু করলে তাদের ডাক চিৎকারে রাহাতের মা আফরোজা বেগম পরিবেশ শান্ত করার চেষ্ট করলেও রিফাত কে কাঠে পিডি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে বৃষ্টিপাতের কারনে হাসপাতালে তাৎক্ষনিক নিতে না পারায় রাত ৪টার দিকে রিফাতের অবস্থা বেগতি দেখে দাদা রসুল মিয়া সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিফাতের অবস্থা বেগতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফাট করেন
পথিমধ্যে দিগপাইত উপশহর এলাকা গেলে সে মারা যায়। রিফাতকে তার নিজ বাড়ীতে নিয়ে এলে সরিষাবাড়ী থানার পুলিশ পরির্দশক তদন্ত আব্দুল মজিদ, লাশের সুরত হাল করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, লাশ ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি সহ ঘটনার সাথে জড়িত কে গ্রেফতারের চেষ্টা চলছে।