হাসপাতালের বেড-টয়লেট ঝকঝকে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

বেড-টয়লেট ঝকঝকেসহ পুরো হাসপাতাল পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলার বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা উদ্বোধন ও প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি ও হাসপাতালপ্রধানের দায়িত্ব অনেক। ডাক্তার নার্স ঠিকমতো আসে কি না, সেটি দেখতে হবে। টয়লেট ও বেড ঝকঝকে থাকতে হবে। তবেই আন্তর্জাতিক মানের সেবার পরিবেশ ঠিক থাকবে। আর এটি ঠিকমতো হচ্ছে কি না, সেটি দেখার দায়িত্ব পর্ষদের।’

সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা দেশে অনিবন্ধিত, অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত চিকিৎসাসেবা না দেওয়া সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বন্ধও করে দেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বহু বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে অব্যবস্থাপনার বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে এবং লাইসেন্স নবায়ন করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করলে এবং সংশোধন না হলে ওই প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেওয়া হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মীর মোবারক হোসাইন প্রমুখ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতালের বহির্বিভাগ, জরুরি শাখা ও কয়েকটি ওয়ার্ডে চিকিৎসাসেবা পরিদর্শন করেন। পরে তিনি ওই হাসপাতালে ১০ শয্যার আইসিইউ বেডের উদ্বোধন করেন।

Share this post

scroll to top