ময়মনসিংহে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়িসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর দিঘারকান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতরা হলেন দেলোয়ার হোসেন দুলু (৪৫) ও মিলন (৪৫)। আহতেরা সবাই দিগারকান্দা এলাকার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন দুলুর স্ত্রী শামীমা বলেন, তার স্বামী একজন মোটরপার্টস ব্যবসায়ী। তার স্বামীর বাবা তোতা মিয়া এবং সিরাজুল ইসলাম গোষ্টিগত চাচাতো ভাই। তোতা মিয়ার ছেলে সাবাস সুবাশ ও বাবুসহ ১০/১৫ জন মিলে তাদের দিয়ামটর্সের দোকানে হামলা চালিয়ে তার স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারীদের সাথে আগে থেকেই গোষ্টিগত দ্বন্দ আছে বলেও জানান শামীমা।
কোতোয়ালী মডেল থানার ওসি মো শাহ কামাল আকন্দ আরও বলেন, ঘটনা শুনে তিনি হাসপাতালে আহতদের দেখতে যান। অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।