লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীর পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চরকাদিরা এলাকায় এ ঘটনা ঘটে। এরা হচ্ছে ওই এলাকার মো: হোসেনের মেয়ে আফরিন সুলতানা হাসনা (৮) ও তার দেড় বছর বয়সের ছোটভাই মো. হামিদ।
স্থানীয়রা জানান, ভুলুয়া নদীতে স্থানীয়দের দেয়া বাঁধের উপর দিয়ে হামিদকে কোলে নিয়ে আসমা নদী পার হচ্ছিলেন। ওই সময় অসাবধানতাবশত তারা নদীতে পড়ে ডুবে যায়। পরে নদী থেকে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন