ময়মনসিংহের ত্রিশালে ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে দু’জন ডাক্তারের আন্তরিক প্রচেষ্টায় দেড়শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেইসাথে সকল রোগীকে ফ্রি ওষুধ সরবরাগ করা হয়। এছাড়াও দুইশতাধিক ব্যক্তির ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
এসময় ইবিএস কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: মোহাম্মদ মুযযাম্মিল, ডা: ফরহাদ, ঈদগাহ বন্ধু সমাজ (ইবিএস) এর চীফ কো-অর্ডিনেটর আব্দুল গাফফার ও ডেপুটি চীফ কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম, ত্রিশাল হেল্পলাইন এর সভাপতি মোঃ খাইরুল ইসলাম। এছাড়াও ঈদগাহ বন্ধু সমাজ (ইবিএস) এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঈদগাহ বন্ধু সমাজ (ইবিএস) দক্ষিণ ত্রিশালের তিনটি ইউনিয়ন ১০নং মঠবাড়, ১১নং মোক্ষপুর, ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন গুলোর কেন্দ্রস্থল ঈদগাহ মাঠকে কেন্দ্র করে ২০১৪ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। অপরদিকে সংগঠনটির উদ্যোগে বিকেলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার বিতরণী অনুষ্ঠান হয়।