ময়মনসিংহের সদরে মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। নিহত মো. আসাদ (১৮) জেলা সদরের চুরখাই এলাকার আব্দুর রহিমের ছেলে।
সোমবার রাত ৮ টার দিকে চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সাংবাদিকদের বলেন, “আসাদ ও তার সঙ্গীরা সবাই মাদকাসক্ত। ঘটনার সময় আসাদ তার বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে চুরখাই প্রিয়কুঞ্জ এলাকায় ঘুরতে যায়। সেখানে গিয়ে কথা কাটাকাটির জেরে আসাদকে তার বন্ধুদের মধ্যেই কেউ ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।