লক্ষীপুরে অসহায়, গরীব ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন

লক্ষীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপযাপন উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (০৮ আগস্ট) সকালে লক্ষীপুর জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শুরুতে ঢাকা থেকে জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সভাপতিত্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে লক্ষীপুরে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরএ আলম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ। আলোচনা সভা শেষে লক্ষীপুর জেলায় অসহায়, দুস্থ ও গরীব ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করেন অতিথিবৃন্দ।

Share this post

scroll to top