ময়মনসিংহে জ্বালানী তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির ও অতিরিক্ত লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
অনুষ্টানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা সভাপতি সাজ্জাদুল সজীব এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।
অনুষ্টানে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক একরামুল ইসলাম। এছাড়া আরও নেতৃবৃন্দ বক্তব্য প্রদান শেষে বিক্ষোভ মিছিল করে গাঙ্গিনাপাড় ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বর থেকে রেল স্টেশনে গিয়ে শেষ করেন।
নেতারা ঘোষণা দেন তেলের দাম কমিয়ে না আনলে তাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।