ঢাকাSunday , 7 August 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় বেঞ্চে বসা নিয়ে সহপাঠির ছুরকাঘাতে দশম শ্রেণির ছাত্র জখম

Link Copied!

নেত্রকোনার মদনে বিদ্যালয়ে বেঞ্চে বসাকে কেন্দ্র করে সহপাঠির ছুরির আঘাতে গুরতর জখম হয়েছে রবি আওয়াল নামের এক স্কুল ছাত্র। তারা দুজনই তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত রবি আওয়াল উপজেলার ছালাকান্দা গ্রামের হেলিম মিয়ার ছেলে। অপর সহপাঠী বাঘমারা গ্রামের জম্মাত আলীর ছেলে।

জানা যায়, বিদ্যালয়ের শ্রেনী কক্ষে বেঞ্চে বসা নিয়ে দুজনের মধ্য বিতর্ক হয়। পরে বিদ্যালয়ের টিফিনের সময় ফাহিম অন্য বন্ধুদের সাথে নিয়ে রবি আওয়ালকে ছুরির আঘাত করে। পরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা রবি আওয়ালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্খাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জনান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।