গায়ক আসিফ আকবরের সঙ্গে গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সির দা-কুমড়া সম্পর্কের কথা সবারই জানা। আসিফের বিরুদ্ধে ময়মনসিংহে করা ন্যান্সির একটি মানহানির মামলা আদালতে বিচারাধীন। তারই মাঝে গত শনিবার আসিফ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ইঙ্গিত দেন, ন্যান্সির সঙ্গে তার সব ঝামেলা মিটে গেছে।
কিন্তু বুধবার ন্যান্সির পোস্টে পাওয়া গেল ভিন্ন সুর। এই গায়িকা তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সাফ জানিয়ে দিয়েছেন, আসিফের সঙ্গে তার তিক্ততার সম্পর্ক এখনো বিদ্যমান।
ন্যান্সি লিখেছেন, ‘আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখার উপলক্ষে অনেক তারকাদের মত আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয়, কিন্তু উনার আমার সাথে করা পূর্বের ধারাবাহিক মিথ্যে অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়। নিরুপায় আমি আইনের দ্বারস্থ হবার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।’
ন্যান্সি এও সাফ জানিয়ে দিয়েছেন, ‘আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, আসলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়!’
এর আগে গত শনিবার আসিফ তার স্ট্যাটাসে লিখেছিলেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া আমি ন্যান্সি বলছি… খুব ভালো লাগল ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিল। ন্যান্সি তো আমার ছোট, আমিতো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।’
‘নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠ আমাদের সম্পদ। আমাকে বলল ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজী হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যান্সির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। ভালো থাকো ন্যান্সি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা। আমিও সেই দলের বাইরে নই।’
ন্যান্সির সঙ্গে তোলা একটি ছবিসহ আসিফের এই পোস্ট দেখার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন গায়কের ভক্তরা। দুজনকেই শুভকামনা জানিয়েছিলেন তারা। বহুদিন পর দুই সংগীত তারকাকে একসঙ্গে দেখে ভালো লাগছে বলেও জানিয়েছিলেন ভক্তরা। কিন্তু ন্যান্সির পোস্টের পর সব কিছুই আবার উলটপালট হয়ে গেল। বোঝা গেল, উপর থেকে ঘাঁ শুকিয়ে গেলেও, ভেতরে তা এখনো কতটা দগদগে।
আসিফের বিরুদ্ধে ন্যান্সি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মানহানির মামলা করেন ২০২০ সালের ১০ জুলাই। গত বছরের ৩১ ডিসেম্বর আসিফকে সেই মামলায় আদালত থেকে সমন পাঠানো হয়। ন্যান্সি মামলার অভিযোগে উল্লেখ করেন, তার গাওয়া ১২টি গানের স্বত্ব অনুমতি ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন আসিফ। এ বিষয়ে ন্যান্সি আপত্তি জানালে ক্ষুব্ধ হন আসিফ।
সে কারণে বিভিন্ন সময়ে ইউটিউব ও টিভি চ্যানেলে ন্যান্সির বিরুদ্ধে মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য দেন আসিফ। তাকে মিথ্যুক এবং মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষও করেন। এর পরই মামলা ঠুকে দেন ন্যান্সি। সে মামলায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি জামিন পান আসিফ।