ময়মনসিংহ বিভাগে এলজিইডি’র “জলবায়ু পরিবর্তন, ক্রিম ও ক্রিলিক” শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগের এলজিইডির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কামরুল ইসলাম সিদ্দিক অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ‘জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম্)’ এর মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইন ফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত প্রশিক্ষণে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন জুমের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্ধোধন করেন।

এসময় তিনি বলেন, ক্রিলিক হবে এলজিইডির মুখচ্ছবি। ক্রিলিক প্রতিষ্ঠায় এলজিইডির সকল পযার্য়ের প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে, কারণ আগামীর বিশ্ব হবে জলবায়ু মোকাবেলা চ্যালেঞ্জ করে টিকে থাকার জন্য এখন ইনিজেদের যোগ্য করে গড়ে তোলার প্রকৃত সময়।

এলজিইডির ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃকামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ক্রিলিকের পরিচালক গোপাল কৃষ্ণদেব নাথ, ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জেএম আজাদ হোসেন ও ক্রিম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নাজমুল হাসান চৌধুরী, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ড. ডানবুম।

এলজিইডি ময়মনসিংহ অঞ্চলের অধীনে ৪টি জেলার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকেীশলী, উপজেলা সহকারী প্রকৌশলীসহ মোট ৭০জন প্রকৌশলী দিনব্যাপী সচেতনতামূলক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Share this post

scroll to top