৮০ শতাংশ হজযাত্রীই এবার হজের সুযোগ পাবেন না

সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এমন সময় দেশটি পরিকল্পনা করছে এবার কম সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেওয়ার। দুটি নির্ভরযোগ্য সূত্রের মতে এবার প্রত্যেক দেশ থেকে মাত্র ২০ শতাংশ হজযাত্রীকে সুযোগ দেয়া হবে হজ করার। অর্থাৎ বাকি ৮০ শতাংশ হজযাত্রী এবার সুযোগ পাবেন। পাশাপাশি বয়স্ক হজযাত্রীদেরও সুযোগ দেওয়া হবে না। খবর আল জাজিরা, খালিজ টাইমস ও রয়টার্সের।

হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সৌদি আরবের দুটি সূত্র জানিয়েছে, প্রতি বছর ২.৫ মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ হজযাত্রীকে হজ করার সুযোগ দেয়া হয়। এবার সেই সংখ্যার মাত্র ২০ শতাংশকে সুযোগ দেওয়া হবে।

অর্থাৎ ২৫ লাখের জায়গায় মাত্র ৫ লাখ হজযাত্রী সুযোগ পাবেন হজ করার। বাকি ২০ লাখ সুযোগ পাবেন না। পাশাপাশি এবার বয়স্ক লোকদেরও হজ করার সুযোগ দিবে না তারা।

যারা সুযোগ পাবেন তাদের কঠোর নিয়ম-নীতি ও স্বাস্থ্যবিধি মেনে হজ পালন করতে হবে।

অবশ্য অল্প সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেওয়ায় সৌদি আরবেরও অনেক আর্থিক ক্ষতি হতে যাচ্ছে। প্রতি বছর হজ ও ওমরাহ থেকে ১২ বিলিয়ন ডলার আয় হয় দেশটির। এবার সেটা নিঃসন্দেহে কমে যাবে উল্লেখযোগ্য হারে।

সৌদি আরবে এ পর্যন্ত ১ লাখ ৫ হাজার ২৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭৪৬ জন। আর সেরে উঠেছে ৭৪ হাজার ৫২৪ জন।

Share this post

scroll to top