৭৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্মিথ

পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টে ৭৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। শনিবার টেস্টের দ্বিতীয় দিনে দ্রুততম সাত হাজার রানের মালিক বনে যান তিনি। টপকে যান ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডকে।

স্মিথের এই রেকর্ডের পর ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে অভিনন্দন জানিয়েছে। বলেছে, ‘দ্রুততম ৭০০০। তুমি একজন তারকা স্টিভ স্মিথ।’

ওয়ালি হ্যামন্ড ১৯৪৬ সালে এই রেকর্ড করেছিলেন। ১৩১ ইনিংসে তিনি করেছিলেন সাত হাজার রান। তবে স্মিথ তা করেন ১২৬ ইনিংসে।

আজ অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ৩৬ রান করেন স্মিথ।

Share this post

scroll to top