৬ লেন পেরিয়ে বাস পানিতে, নিহত ২১

চীনে শিক্ষার্থীদের বহন করা একটি বাস জলাধারে পড়ে ২১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে বাসটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে ছয় লেন পেরিয়ে জলাধারে পড়ে যায়। চীনা সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাসটি ধীরে ধীরে এর নির্ধারিত সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে এটি ৯০ ডিগ্রি ঘুরে গিয়ে অপরপাশের প্রতিরক্ষা প্রাচীর ভেঙ্গে ছয় লেনের সড়কে উঠে পড়ে এবং পাশের জলাধারে পড়ে যায়। এ ঘটনায় ২১ জন নিহত হয় এবং আহত হয় আরও ১৬ জন।

চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বাসটিতে জাতীয় কলেজ প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে যাওয়া কয়েক জন শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share this post

scroll to top