৪ মাস পর বসলো ভার্চুয়াল আপিল বিভাগ

দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ বসেছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় আপিল বিভাগের সাত সদস্যর পূর্ণাঙ্গ বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হয়।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস পর আপিল বিভাগের বিচার কার্যক্রমের শুরুতেই প্রধান বিচারপতি বলেন, ভার্চুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি ভার্চুয়াল কার্যক্রম সফল হলে সপ্তাহে ৫ কার্যদিবসেই আপিল বিভাগ বসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একইসঙ্গে ভার্চুয়ালি কার্যক্রমকে নিয়মিত আদালতের অংশ বলে মত দেন আপিল বিভাগের অন্য বিচারপতিরা।

গত ১০ মে থেকে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ও চেম্বার আদালতে বিচারকাজ চলমান রয়েছে। তবে ভার্চুয়ালি আপিল বিভাগ এদিনই প্রথম বসলো।

Share this post

scroll to top