৩ মাস পর খুললো আইফেল টাওয়ার

লকডাউনের কারণে তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলেছে প্যারিসের আইফেল টাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম দীর্ঘ সময় বন্ধ ছিল পৃথিবীর উচ্চতম এই টাওয়ারটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইফেল টাওয়ার এলাকায় কঠোর স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত দর্শনার্থীরা ৩২৪ মিটার উঁচু টাওয়ারটিতে উঠতে কেবল সিড়ি ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এলিভেটর বন্ধ রাখা হয়েছে।

এছাড়া দর্শনার্থীদের টাওয়ার দ্বিতীয় তলার উপরে উঠতে দেওয়া হবে না। ১১ বছরের বেশি যে কাউকে টাওয়ারে ওঠার সময় মাস্ক ব্যবহার করতে হবে।

আইফেল টাওয়ারের ব্যবস্থাপকরা জানিয়েছেন, গ্রীষ্মের শেষে তারা স্বাভাবিকভাবে টাওয়ারের সব কার্যক্রম চালু করতে পারবেন বলে আশা করছেন।

Share this post

scroll to top