৩ দিনের কর্মবিরতিতে অচল কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়

কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ৩য় শ্রেণীর কর্মচারীদের ৩ দিনের কর্মবিরতি শুরু হওয়ায় অচল হয়ে পড়েছে জেলা প্রশাসক কার্যালয়।

মঙ্গলবার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখা কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশানার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশানার (ভূমি) কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীত করনের দাবিতে এ কর্মবিরতিতে যান তারা।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার সামনে থেকে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের ২য় তলায় তাঁরা এক সাথে মিলিত হয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

এতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অরুপ কুমার দাসের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাকাসস এর সহিত্য বিষয়ক সম্পাদক আবু মোঃ মহসীন, বাকাসস নেতা আলিম উদ্দিন, ফয়েজ আহমেদ, মিজানুর রহমান, মোঃ মাহবুব হাসান, সামসিদ আরা বেগম প্রমুখ।

সঞ্চালনা করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।

হাসান মাহমুদ জানান, প্রথম দিনের কর্মবিরতি চলছে। ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ কর্মবিরতি চলবে। পূর্ণদিবস কর্মবিরতিতে কেউ দাপ্তরিক কাজ করেননি। এতে অচল হয়ে পড়ে জেলা প্রশাসক কার্যালয়। সূত্র: মুক্তিযোদ্ধার কন্ঠ

Share this post

scroll to top