২৫ জুনের মধ্যে প্রাথমিকের উপবৃত্তির টাকা তোলার নির্দেশ

প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আগামী ২৫ জুনের (বৃহস্পতিবার) মধ্যে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় এ অর্থ সরকারি কোষাগারে ফেরত নেওয়া হবে। পরে এই টাকা আর দাবি করা যাবে না।

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান-৩য় পর্যায় শীর্ষক প্রকল্প থেকে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (১৬ জুন) পাঠানো চিঠিতে টাকা তুলে নিতে অভিভাবকদের জানাতে বলা হয়েছে।

প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরে প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠানো হলেও কিছু অ্যাকাউন্টের টাকা তোলা হয়নি। এ অবস্থায় এসব অ্যাকাউন্ট প্রকৃত সুবিধাভোগী অভিভাবকের নয় বলে প্রতীয়মান হচ্ছে।

তাই প্রকৃত অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে টাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়।

Share this post

scroll to top