২১০ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অক্টোবরের শেষ দিকেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১০ জন নতুন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে ৭৪ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৯৪২ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪১০ জন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৪৮টি মৃত্যু পর্যালোচনা করেছে এবং এদের মধ্যে ১০৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। সূত্র : ইউএনবি

Share this post

scroll to top