১৯০ টন চাল আত্মসাতে ৬ জনের বিরুদ্ধে মামলা

১৯০ মেট্রিক টন সরকারি চাল আত্মসাতের অভিযোগে কক্সবাজার বডঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এ সংস্থাটির সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরী, খন্ডকালীণ পরিচ্ছন্নতা কর্মী মো. শাহজাহান (মিন্টু), নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের স্প্রেম্যান মোহাম্মদ শাহজাহান, মেসার্স হিমায়ন সি ফুডসের মালিক দিলরুবা হাসান এবং মেসার্স মোহনা এন্টারপ্রাইজের মালিক সেলিম রেজা।

মামলার এজাহারে বলো হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ১৯০.৪৪২ মেট্রিক টন সরকারি চাল আত্মসাৎ করেছেন। যার বাজারমূল্য প্রায় ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা। কক্সবাজর সদর খাদ্য গুদাম হতে হতে অভ্যন্তরীণ নৌ পরিবহন ঠিকাদার দিলরুবা হাসান ও সেলিম রেজার মাধ্যমে চলতি বছরের জুনে ১১টি ডি ইনভয়েসের মাধ্যমে ৩০২.৬৭৯ মে. টন চাল বড়ঘোপ খাদ্য গুদামে পাঠানো হয়। কিন্তু বিভিন্ন মাধ্যমে জালিয়াতির বিষয়ে তথ্য পাওয়ার পর গত ২৮ জুলাই সরেজমিনে গুদাম পরিদর্শনে ১৯০.৪৪২ মেট্রিক টন চালের সন্ধান মেলেনি। অনুসন্ধান পর্যায়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশসহ অন্যান্যরা এ বিষয়ে যৌক্তিক জবাব দিতে পারেনি।

২০২০ সালের ২৯ জুলাই জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কুতুবদিয়ো থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। পরবর্তী সময়ে অনুসন্ধান শেষে দুদকের অনুসন্ধান কর্মকর্তা দণ্ডবিধি ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরাধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করেন। দুদকের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন মামলাটি রেকর্ডভুক্ত করেন।

Share this post

scroll to top