১৪শ ক্রিকেটারকে এককালীন আর্থিক সহায়তা দিবে বিসিবি

ঈদুল ফিতরের আগে দেশের ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ ও নারী ক্রিকেটারদের অর্ন্তুভুক্ত করে বড় আকারে আর্থিক সহায়তা দিবে বিসিবি।

এক্ষেত্রে খেলোয়াড় সংখ্যা হতে পারে ১২শ থেকে ১৪শ, যারা বোর্ডের চুক্তির বাইরে রয়েছে। এমনটা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি।

বিসিবি ইতোমধ্যে পুরুষ ও নারীদের এককালীন আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়াও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়মিত বেতন ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের বেতন অব্যাহত রেখেছে বিসিবি।

সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা ক্রিকেট বোর্ড দেশর ৭৬টি ক্লাবকেও সহায়তা দিয়েছে।

রোববার বাসসকে চৌধুরি বলেন, ‘আমাদের সভাপতি দেশের প্রথম, বিভাগ ও তৃতীয় বিভাগের খেলোয়াড়দের সহায়তার নির্দেশনা দিয়েছেন। সহায়তার পরিমান সীমিত হতে পারে কিন্তু ঈদের আগেই আমরা তা প্রদান করবো। আমরা এ নিয়ে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘এর আগে আমরা, প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের সহায়তা দিয়েছিলাম। এবার আমরা সকল পর্যায়ের খেলোয়াড়দের সহায়তা দেব।’

সূত্র : বাসস

Share this post

scroll to top