১০২ দিন পর করোনায় নিউজিল্যান্ডে মৃত্যু

একশ দুই দিন পর করোনাভাইরাসের আক্রান্ত হয়ে নিউজিল্যান্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির বয়স ৫০ বছর।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

এর আগে গত ২৪ মে কোভিড-১৯ রোগে দেশটিতে সবশেষ কোনো রোগীর মৃত্যু হয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত আগস্টে অকল্যান্ডে যেখানে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়, মারা যাওয়া ব্যক্তি ওই এলাকার। শুক্রবার মিডেলমোর হাসপাতালে ৫০ বছর বয়সী কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তি মারা গেছেন।

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্রটিতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত নিউজিল্যান্ডে করোনা প্রতিরোধে নেওয়া সব ধরনের বিধিনিষেধ বলবৎ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার ওপর নির্ভর করে সর্বোচ্চ অর্থনৈতিক অবস্থা। আমরা যদি সঠিক পথে এগিয়ে যেতে পারি, তাহলে দ্রুতই বিধিনিষেধগুলো তুলে নিতে পারবো।

Share this post

scroll to top