হিরামনি হত্যায় জড়িতদের বিচার চান জাপা চেয়ারম্যান

লক্ষীপুরের হামছাদী ইউনিয়নে ক্যান্সার আক্রান্ত বাবার কন্যা নবম শ্রেণির ছাত্রী হিরামনি হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে নৃশংস এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘মহামারি করোনাকালে এমন বর্বর ঘটনা মেনে নেওয়া যায় না। ধর্ষনের পরে হত্যার শিকার হিরামনির বাবা হারুন অর রশিদ ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন। হিরামনির মা ও ছোট দুই ভাইবোন বাবা-মার সঙ্গে রাজধানীর একটি হাসপাতালে আছে। এমন পরিস্থিতিতে হিরামনি বাবার বেঁচে থাকার লড়াইটা কঠিন হয়ে পড়বে। এই ঘটনা নিহতের পরিবারের জন্য যেমন অসহনীয় তেমনি এই সামজের জন্যও লজ্জাজনক।’

তদন্ত স্বাপেক্ষে হিরামনি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান এ সংসদ সদস্য।

Share this post

scroll to top