‘হাজার কোটি টাকা দিয়েও কেউ গণফোরাম ছাড়াতে পারবে না’

সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান আওয়ামী লীগে যোগদান করছেন, এমন সংবাদ দিনভর বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকলে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওসমানীনগরের বিভিন্ন হাট বাজারে চায়ের দোকানে আড্ডায় লোকজন বলাবলি করতে থাকেন, মোকাব্বির খান নাকি আ’লীগে যোগদান করছেন। এ নিয়ে গোটা উপজেলায় চলছে জল্পনা কল্পনা।

মঙ্গলবার এ ব্যাপারে মোকাব্বির খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এক সময় ছাত্রলীগ করতাম, এরপর আওয়ামী লীগ করেছি। আওয়ামী লীগের কিছু মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে। তবে অনেক আগেই আমি আওয়ামী লীগ ছেড়ে ড. কামাল হোসেন স্যারের নেতৃত্বে জাতীয় গণফোরামে যোগদান করি। আমি বর্তমানে জাতীয় গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার। আপনি হাজার কোটি টাকার বায়না ধরতে পারেন, হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেউ গণফোরাম ছাড়াতে পারবে না। আমি গণফোরামে আছি, গণফোরামে থাকবো।’

তিনি আরো বলেন, ‘আমাকে এ আসনের ভোটাররা যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। আমি যেন তাদের মতামতের বিষয়টি মাথায় রেখে আগামীর পথ চলি, সে দোয়া করবেন।’

প্রসঙ্গত, জাতীয় গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সিলেট-২ আসন (ওসমানীনগর-বিশ্বনাথ) থেকে স্বল্প সময় প্রচারণা করে বিএনপি’র সাবেক কেন্দ্রীয় নেতা নিখোঁজ এম ইলিয়াছ আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার পরিবর্তে জাতীয় ঐক্যফ্রন্টের তথা বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top