হতদরিদ্র সাজতে গিয়ে ধরা পড়লেন ১৫৯০ স্বচ্ছল ব্যক্তি

মাগুরার মহম্মদপুরে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর সরকার নির্ধারিত মূল্য ১০ টাকার চাল পাওয়া ১৫৯০ জনই সচ্ছল। সম্প্রতি উপজেলা প্রশাসন যাচাই বাছাই শুরু করলে এ তথ্য বেরিয়ে আসে।

জানা যায়, এ উপজেলায় ২০১৬ সাল থেকে হতদরিদ্ররা খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাওয়া শুরু করে। ২০২০ সালে উপজেলায় মোট ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষ এ কর্মসূচীর চাল পান।

সম্প্রতি উপজেলা প্রশাসন কার্ডধারীদের আর্থিক সচ্ছলতা নিয়ে যাচাই বাছাই শুরু করলে সরেজমিনে দেখতে পায়, কার্ডধারী ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষের মধ্যে ১ হাজার ৫৯০ জনই সচ্ছল। এদের মধ্যে মহম্মদপুর ইউনিয়নে ২৮৪ জন, নহাটায় ১৩৫ জন, দীঘায় ১৪৩ জন, বাবুখালীতে ১৯১ জন, পলাশবাড়ীয়ায় ১৭৬ জন, রাজাপুরে ১৯১ জন, বালিদিয়ায় ১৮৫ জন ও বিনোদপুর ইউনিয়নে ২৮৪ জন নারী ও পুরুষ রয়েছেন। অথচ এ কর্মসূচীর শর্ত রয়েছে কার্ডধারী হতদরিদ্র হতে হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ সব সচ্ছল ব্যক্তিদের অনেকের বাড়িতে পাকা ভবন আছে। অনেক পরিবারের সদস্য বিদেশে থাকেন। অনেক সচ্ছল কার্ডধারী খাদ্যবান্ধবের চাল গরু দিয়ে খাওয়ান।

উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানূর রহমান জানান, সচ্ছল কার্ডধারী ১ হাজার ৫৯০ জনের কার্ড বাতিল করা হয়েছে। ওই স্থলে হতদরিদ্রদের যাচাই করে তাদের নাম অন্তর্ভূক্ত করা হচ্ছে।

Share this post

scroll to top