হঠাৎ করেই টেস্টে থেকে বিদায়ের বার্তা

নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবি টেস্টের পরই বড় ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্বান্ত নিয়েছেন পাকিস্তানের ডান-হাতি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে গতকাল নিজের অবসরের ঘোষণা দেন হাফিজ।

তিনি বলেন, ‘টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিতে চাই। এবার পাকিস্তানের হয়ে সাদা বলের ফরম্যাটে বেশি মনযোগি হবো আমি। আগামী বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দিকেই আমি বেশি নজর দিতে চাই। দেশের হয়ে আমি ৫৫টি টেস্টে নিজেকে উপস্থাপন করতে পেরেছি, এ জন্য নিজেকে সম্মানিত বোধ করছি। পাশাপাশি দলের নেতৃত্বও দিয়েছি। আমি খুবই সন্তুষ্ট যে, দীর্ঘ ১৫ বছর নিজের সেরাটা দিয়ে দেশের জন্য খেলার চেষ্টা করেছি।’

হাফিজের অবসরের ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি এক বিবৃতিতে বলেন, ‘টেস্ট ক্রিকেটে হাফিজের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। টেস্ট ফরম্যাটে বেশ কিছু স্মরণীয় ও ম্যাচ জয়ী পারফরমেন্স করেছে হাফিজ।’

২০০৩ সালের আগস্টে করাচিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় হাফিজের। এরপর থেকে দেশের জার্সি গায়ে ৫৫টি টেস্ট খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টসহ ৫৫ টেস্টের ১০৪ ইনিংসে ৩৬৪৪ রান করেছেন হাফিজ। ১০টি সেঞ্চুরির সাথে ১২টি হাফ-সেঞ্চুরিও করেছেন তিনি। ব্যাট হাতে তার সেরা ইনিংস ২২৪ রান। ২০১৫ সালে খুলনায় বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। বল হাতেও দুর্দান্ত তিনি। ব্রেক-থ্রু এনে দিতে বেশ পারদর্শী। উইকেট নিয়েছেন ৫৩টি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top